সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় বজ্রপাতে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এসময় তাদের সাথে থাকা আরো দুজন গুরুত্বর আহত হয়।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর অনুমানিক ১টার সময় গাবুরা ইউনিয়নের গাগড়ামারি এলাকায় বজ্রপাতে নিহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহতরা হলেন, কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভাটিয়া ভাঙ্গা গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে এনায়েত (৩৭) ও আলামীন গাজীর ছেলে নাজমুল (১১) ও আহতরা হলেন, নিহত নাজমুলের দাদা আবু মূসা গাজী (৬৫) ও মোস্তফা কামালের ছেলে মইনুর ইসলাম (১৩)।
নিহত নাজমুলের স্বজনদের তথ্য অনুযায়ী, বেলা ১২টায় দিকে শ্যামনগরের গড়পদ্মপুকুর থেকে মোটরসাইকেলে বাড়িতে আসছিল তারা। গাগড়ামারি এলাকায় পৌঁছালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ততক্ষণাৎ নিরাপদ আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী মৎস্যঘেরে আশ্রয় নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি দুপুর অনুমানিক ১টার দিকে বজ্রপাতে তারা নিহত হয়।
এলাকাবাসী তাৎক্ষনিক ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) নিহতদের বাড়ি ও আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
একই এলাকায় একসাথে দুজনের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com