কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়নের কোম্পানিগঞ্জ শাখার ১৭ বছর পর নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার নিউ মার্কেটের ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যলয়ে আনুষ্ঠানিক ভাবে কমিটি ঘোষনা করেন কুমিল্লা জেলা পরিষদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মফিজুল ইসলাম।
কমিটিতে ভিপি জাকির হোসেন চেয়াম্যানকে সভাপতি ও ফেরদৌস হোসেন ভূইয়াকে সাধারন সম্পাদক ,এবং জহির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা পরিষদ ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদুর রহমান,নবগটিত কমিটির সভাপতি. সাধারন সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ।
শ্রমিক ইউনিয়নের সদস্য খুকন মিয়া বলেন, ১৭ বছর যাবত শ্রমিক ইউনিয়নের সেবা থেকে আমরা বঞ্চিত ছিলাম। আশা করি এখন নতুন কমিটির মাধ্যমে আমরা উপযুক্ত নেতৃত্ব পেয়েছি, তাদের মাধ্যমে সাধারন শ্রমিকসহ আমাদেও কমিটির সদস্যরা উপকৃত হবো।
নব নির্বাচিত জাকির হোসেন বলেন,শ্রমিক ইউনিয়ন কোম্পানিগঞ্জ শাখার কমিটিতে আমাকে যে গুরু দায়ীত্ব দেয়া হয়েছে যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো। অবহেলীত শ্রমিকদের পাশে থেকে কাজ করবো।
এফআর/অননিউজ