সম্প্রতি সংশোধিত গ্রাম আদালত সম্পর্কে নানা বিষয়ে করনিয় প্রাক খুতবায় জয়পুরহাটের জনসাধারণের মাঝে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়েছে জেলার প্রায় ২৩৭০ টি মসজিদে । শুক্রবার (৫ জুলাই) জুম্মার নামাজের আগে জেলার সকল মসজিদে খুতবায় সংশোধিত গ্রাম আদালত সম্পর্কে বক্তব্যে জানানো হয়।
জেলা প্রশাসকের অফিস চত্বরে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা মোঃ মহাসিন আলী খুতবায়ের মাধ্যমে সংশোধিত গ্রাম আদালতের আইনের নানা বিষয়ে অবহিতকরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের উপ - পরিচালক সরকার মোহাম্মদ রায়হান, জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ মোস্তাকিনুল ইসলাম, জেলা গ্রাম ও আদালত ব্যবস্থাপনা কমিটির ম্যানেজার মো: রাজিউর রহমান রাজু ও সদস্য রেজাউল করিম রেজা সহ মসজিদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
২ জুলাই ২০২৪ তারিখের ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের উপ-পরিচালক এ.কে. এম জাকিউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে জেলার ২৩৭০টি মসজিদে গত ১৪ ই মে ২০২৪ তারিখে সংশোধিত গ্রাম আদালত আইন সাধারণ জনগণের মাঝে মসজিদে খুতবায়ে জানানোর জন্য বলা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব ) সরকার মোহাম্মদ রায়হান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সকল মসজিদে সম্প্রতি সংশোধিত গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জানানো ও গ্রাম আদালতের বিচার কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী জেলা সকল মসজিদে খুতবায়ে মাধ্যমে জানানো হচ্ছে। আগামীতে গ্রাম আদালত আরো শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। ছোটখাটো বিরোধ নিষ্পতিতে আগামী দিনে গ্রাম আদালত শক্তিশালী ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com