ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান অলিও মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার জীবনের শেষ ইচ্ছা ও শেষ নির্বাচন হিসেবে আমি আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে আমার প্রত্যাশার ব্যাপারে জনগনের যে আসা দেখছি তা পূরণ করতে চাই।
তিনি আরও বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আর দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমি কাজ করব। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ