কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ থেকে আলমপুর হয়ে সুয়াগাজী বাজার সড়কের সাতবাড়িয়া ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ওই সড়কে চলাচলকারী হাজারো মানুষের দুর্ভোগ লাগবে লক্ষ্যে ব্রীজটি সংস্কার করা হয়েছে। কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে বুধবার (২৫ আগস্ট) ব্রীজটির ভাংঙ্গা অংশসহ পুরো ব্রীজটি ঢালাই'র মাধ্যমে সংস্কার করা হয়। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদটি প্রকাশিত হয়। ওই সময় দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। সংবাদ মাধ্যমকে দেয়া সময়ের মধ্যেই ব্রীজটি সংস্কার করায় বর্তমানে প্রশংসায় পঞ্চমুখ ইউএনও শুভাশিস ঘোষ ।
বুধবার সকালে সংস্কার কাজের উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, জেলা পরিষদ সদস্য মোঃ তৌহিদুল ইসলাম মজুমদার, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
জনসাধারণের চলাচলে ব্রীজটি দ্রুত সংস্কার করায় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন এ সড়কে চলাচলকারীরা।
স্থানীয়রা জানায়, ১৯৮৬ সালে এরশাদ সরকারের আমলে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থার জন্য আলমপুর হয়ে সুয়াগাজী বাজার সড়কের সোনাইছড়ি খালের উপর ( এক'শ ৪৮ ফিট দৈর্ঘের) সাতবাড়িয়া ব্রিজটি নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে অতিরিক্ত মালামাল বহনকারী যান চলাচলের কারণে ব্রীজটি ভেঙ্গে যায়। ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি দ্রুত সংস্কার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি পরিকল্পিত নতুন একটি ব্রীজেরও দাবি জানিয়েছেন এ সড়কে চলাচলকারী মানুষ।
এ ব্যাপারে কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও চৌয়ারা ইউনিয়নের বাসিন্দা মোঃ তৌহিদুল ইসলাম মজুমদার জানান, কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে সাতবাড়িয়াস্থ (১৪৮ ফিট দৈঘ্য ও ১২ ফিট প্রস্থ) ব্রীজটির ভাংঙ্গা অংশ মেরামত শেষে পুরো ব্রীজটিতে ৫ ইঞ্চি ঢালাই করার মাধ্যমে সংস্কার করা হয়েছে। ব্রীজটি সংস্কারের ফলে এ অঞ্চলের হাজারো মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান, দ্রুত সময়ের মধ্যেই সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া ব্রীজটি সংস্কার কাজ করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন সরকারের সকল সুবিধা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
আর/জে অননিউজটুয়েন্টিফোর ২৫-৮-২০২১