কুমিল্লা প্রতিনিধি।।
সংস্কৃতি বিষয়ক সংগঠন ধ্রুবতারা র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। ধ্রুবতারা সংগঠনের সভাপতি একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আলী হোসেন চৌধুরী,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, অধ্যাপিকা সেলিনা রহমান ওপেল, আবৃত্তিকার বদরুল হুদা জেনু, নাট্যকার শাহজাহান চৌধুরী ও কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আহমেদ । ধ্রুবতারা র প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রফেসর নাজমা আহমেদ,রোটারিয়ান দিলনাশিন মোহসিন,অধ্যাপিকা জোবায়দা নূর খান,অধ্যাপক বিধান চন্দ্র,শিক্ষিকা ফয়জুন্নেছা সীমা,অধ্যাপক মাসুদ মজুমদার,তপন সেন গুপ্ত,কাজী নাজমুল হক,বেলাল উদ্দিন। অনুষ্ঠানে অতিথিগণ প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটেন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এফআর/অননিউজ