কুমিল্লা-৭ চান্দিনা আসনে উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন চিকিৎসক প্রাণ গোপাল দত্ত।
আজ শনিবার সকালে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রিতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. আলী আশরাফ মারা যান। শূন্য ওই আসনের জন্য ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা দেয়। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭ জন আবেদন ফরম জমা দেন। এর মধ্যে প্রাণ গোপাল দত্ত ও প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন।
তবে আজ দলের মনোনয়ন পেলেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক প্রাণ গোপাল দত্ত।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24