নাসির উদ্দিন
বরুড়া উপজেলা ৯নং (দঃ)শিলমুড়ি ইউনিয়ন ১নং ওয়ার্ড জয়াগ শিয়ালোড়া দুইটি প্রধান সড়ক একটু বৃষ্টি হলেইন জনগনের দুর্ভোগ চরমে।
জয়াগ মমিন হাজির বাড়ি থেকে শিয়ালোড়া বেপারী বাড়ী পর্যন্ত প্রায় ৫ কিঃ মিঃ রাস্থা, শিলমুড়ি থেকে শিয়ালোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩কিলো রাস্থা, এই দুটি রাস্থা দিয়ে প্রতিদিন ১০থেকে ১৫হাজার লোকের চলাফেরা।এই সড়কটি দ্রুত পাকা করন না হলে যানবাহনত দূরের কথা পায়ে হেঁটে চলাফেরা রীতিমত বিপজ্জনক। বর্তমান রাস্তা-ঘাটের দুরবস্থার কারণে জনগণের ভোগান্তি প্রতিনিয়ত বেড়েই চলছে।
স্থানীয়দের অভিযোগ, বেহাল দশার এই সড়কটিতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হলেও পাকা করনে টেন্ডার থাকলেও ধরা হয়নি সড়কের কাজ।৯নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের।এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে এলাকাবাসী দাবী
স্থানীয় এমপি,উপজেলা চেয়ারম্যান,ইউনিয়ন পরিষোদের চেয়ারম্যন দৃষ্টি কামনা করে এলকার জনসাধারণের দুর্ভোগ থেকে মুক্তি দাবী