সদর দক্ষিণে গাঁজাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার সদর দক্ষিণে ৭কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। শনিবার (৯ এপ্রিল) রাতে সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মোঃ আকাশ (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর গ্রামের ভুট্টো মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে সদর দক্ষিণ থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স অবস্থান নেয়। এসময় পদুয়ার বাজার এলাকায় আকাশ নামক ওই মাদক কারবারির গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করে তার সাথে থাকা ট্রাভেল ব্যাগে ৭কেজি গাঁজা পাওয়া যায়।
সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারি আকাশের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।