কুমিল্লার সদর দক্ষিণে বিপুল পরিমাণ মাদক বহনের সময় একটি জিপ গাড়ীর চালককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকালে সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মোঃ মহসিন আলী (৩০) দিনাজপুর জেলার চিরিবন্দর থানার সুখদেবপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে বুধবার সকাল ০৮ টায় সদর দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক তদন্ত বিল্লাল হোসেনের নেতৃত্বে এসআই ফেরদৌস, এএসআই আলমগীর এবং এএসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স সুয়াগাজি এলাকায় চট্টগ্রামমুখী একটি কালো রঙের পাজেরো জিপ তল্লাশি চালায় । এসময় জিপে থাকা ৩০০ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাড়িটিকে জব্দ করা হয়। আটক করা হয় জিপের চালক মহসিনকে। তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে আরও মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে পুলিশ।
সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত চালক মহসিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।