কুমিল্লায় প্রয়াত কবি আসফার আজিজ এর প্রতি শ্রদ্ধায় ছোটগল্পের আসর আয়োজন করা হয়। গতকাল কুমিল্লা টাউন হল সম্মলেন কক্ষে সন্ধ্যা ৬টায় আয়োজিত এ আসরে উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণের সুধীজনের সাথে তার সহকর্মী ও শুভাকাঙ্খীরা।
এ সময় উপস্থিত সকলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আয়োজন জুড়েই বক্তারা কবি আসফার আজিজের দীর্ঘ পথচলা কর্মজিবন এবং সাহিত্য চর্চায় তার সকল কৃতিত্ব নিয়ে বক্তব্য রাখেন।