নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২১শে অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার সনমান্দী ইউনিয়ন বঙ্গবন্ধু লাইব্রেরী মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক ,সনমান্দী ইউনিয়ন পরিষদ কৃষকলীগের সভাপতি জামাল উদ্দীন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন,সনমান্দী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও সনমান্দী ইউনিয়ন মহিলালীগের সভাপতি প্রার্থী শাহিনা আক্তার,ইউপি সদস্য মিনা আক্তারসহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার।