কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা -৬ আসনের নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন-সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত কুমিল্লা গঠনে প্রিয় কুমিল্লার মানুষ আমাকে বারবার ভোট দিয়েছে। আজ কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কুমিল্লা নেই, কুমিল্লা আজ চাঁদাবাজ মুক্ত। আমার রাজনৈতিক জীবনে সার্বক্ষণিকভাবে মানুষের কল্যানে কাজ করেছি। সেই ৮৪ সালে আমার প্রথম পৌর নির্বাচনে দুইটা ওয়াদা করেছিলাম। এক সততার সাথে কাজ করব, ন্যায় কাজ করব। আরেকটা কথা বলতাম আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমার বাড়ির দরজা খোলা থাকবে। আজ আপনার সামনে দাঁড়িয়ে আবারো বলতে চাই,আমার ন্যায় কাজ করার কারণে কুমিল্লা আজ শান্তির শহরে পরিনত হয়েছে। আমার এই গত ১৫ বছরে আমি আমার নির্বাচনী এলাকার একটা স্কুল নেই, যেখানে কাজ করিনি। আমার নির্বাচনী এলাকার যত স্কুল আছে, যত কলেজ আছে, যত মাদ্রাসা আছে; একটা স্কুল, কলেজ মাদ্রাসা নেই যেখানে আমার কাজ হয়নি। একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দেই নাই। একবার, দুইবার, তিনবার। আজকে যখন আমি শহরে বের হই। আমি নিজেও চিন্তা করি কীভাবে সম্ভব, এত কাজ করা, কীভাবে একভাবেই শুধু সম্ভব, আমি আপনাদেরকে ভালোবাসি। সেই সকাল থেকে আরম্ভ হয় আমার কাজ। কখনো কখনো মধ্যরাত পর্যন্ত আপনাদের কাজ করি।
কুমিল্লা- ৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি প্রচারনার ৫ম দিন শুক্রবার (২২ ডিসেম্বর) নগরীর ২৩নং ওয়ার্ড ও ২৪ নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় গণসংযোগ প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এমপি বাহার আরও বলেন, জনগনের ভোটে জয়ী হয়ে দীর্ঘ ১৫ বছরে উন্নয়ন অগ্রগতিতে জাতির মাথা উচু করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত চলছে। জাতির স্বার্থে শেখ হাসিনার পক্ষে ঐক্যর প্রয়োজন। ১৯৭০ সালের নির্বাচনে জাতির ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে পেয়েছে স্বাধীন বাংলাদেশ। এবারের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে ঐক্যবদ্ধ হলে ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের। ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আগামী ৭ জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবেন। ভোট উৎসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তের জবাব দিতে হবে।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু সহ মহানগর আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা- কর্মীরা।
এফআর/অননিউজ