কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ শনিবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
এতে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, মোহাম্মদ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ছিদ্দিকুর রহমান আবুল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সদস্য ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, উপজেলা অওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আক্তার হোসেন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক হাফিজ খান।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের উপস্থাপনায় শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজীব, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজেদা আক্তার মায়া, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম প্রমুখ।