আজ থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর তার আগে গতকাল (শনিবার) নিউয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে একটি সিরিজ এবং দুইটি ওয়ার্মআপ ম্যাচ পেয়েছিল বাংলাদেশ। সেখানে পাঁচ ম্যাচের মধ্যে নিজেদের ৩য় হারে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
ভারতের বিপক্ষে ম্যাচে নিজেদের পুরাতন সমস্যাতেই আবার ধরাশায়ী টাইগাররা। নিউইয়র্কের মাঠে বাংলাদেশের হতশ্রী ব্যাটিং প্রদর্শন আবারো ফুটে উঠেছে। প্রথমে ব্যাট করে ভারতীয় দল সংগ্রহ করে ১৮২ রান। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের ইনিংস থামে ১২২ রানে। ফলে ৬০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।
টপ অর্ডারের চরম ব্যর্থতা এদিন আরও একবার শিরোনাম হয়েছে দেশের ক্রিকেটের জন্য। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারেও অধিনায়ক শান্তর কণ্ঠে ব্যাটিং ব্যর্থতার কথাই ফুটে উঠেছে, ‘আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি, কিন্তু আমি মনে করি মূল ম্যাচে আমরা আরো ভালো করব। আমরা অতীত নিয়ে ভাবছি না, সামনে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।’
ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন শরিফুল ইসলাম। হারের পাশাপাশি এই ম্যাচে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে এই পেসারের হাতে ব্যাথা পাওয়ার ঘটনা। ইনজুরি আক্রান্ত শরিফুল ইসলামকে নিয়ে শান্ত বললেন, 'সে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে আছে, সে ফিরে আসবে আশা করি।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে আশাবাদী শান্ত বলেন, 'প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত, সবাইকে শান্ত থাকতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।'
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com