সদ্য প্রকাশিত হওয়া এইচএসসি পরীক্ষায় ফেল করা পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা ঘেরাও করে আন্দোলন করেছেন।
রোববার সন্ধায় শিক্ষার্থীদের নিকট তিনদিনের সময় চেয়ে ঢাকায় আলোচনা করে একটা সমাধানের আশ্বাস দেন বোর্ড চেয়ারম্যান নিজামুল করিম। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা কুমিল্লা টাউন হল মাঠে জড়ো হয়। সেখান থেকে এইচএসসি ব্যাচ ২০২৪ এর ব্যানারে বৈষম্যহীন রেজাল্ট চাই শ্লোগানে একটি গণমিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে আসেন।
সেখানে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ড চেয়ারম্যান এর সাথে দেখা করে স্মারকলিপি দেন। পরে সন্ধা পযন্ত শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়।
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com