বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতেও পছন্দ করেন এ অভিনেত্রী। তাই সময় পেলে প্রায়ই ছুটে যান মালদ্বীপে। এবারও হলিডে কাটাতে নির্জন এই দ্বীপ বেছে নিয়েছেন। উড়াল দিয়েছেন মধুর কিছু সময় উপভোগ করতে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রঙিন সমুদ্রপোশাকে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। ক্যাপশনে লিখেছিলেন, শেষ ২৪ ঘণ্টা ভীষণ উপভোগ করেছি এবং অনেক মজাও করেছি।
ওই ছবিগুলো থেকে দেখা যায়, সমুদ্রের মাঝে নিয়ন রঙের বিকিনিতে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী। সকালের মিষ্টি রোদ উষ্ণতা ছড়িয়ে যেন ঢেউ খেলছে তার খোলা গায়ে। সেই সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার দিকে ছবি তুলছেন এ লাস্যময়ী।
তিনি আরও লিখেছেন, এলোমেলো চুল, আকাশে রঙের ছটা, অসীম সমুদ্র আর লোনা বাতাস। সব মিলিয়ে সুন্দর একটি মুহূর্ত।