কুমিল্লার মুরাদনগর উপজেলায় সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে আপন চাচার চল (মাছ ধরার অস্ত্র)-এর আঘাতে গুরুতর জখম হয়েছেন এক এতিম ভাতিজি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(০৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার হীরাকান্দা গ্রামে। আহতের নাম হুসনা, তিনি ওই গ্রামের মৃত লিলু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে হুসনার সঙ্গে তার চাচা মুজিব মিয়ার বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে পূর্বের মামলা চলমান রয়েছে। ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে মহিলাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হঠাৎ পেছন থেকে এসে মুজিব মিয়া হুসনাকে ধারালো চল দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত হুসনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর সন্ধ্যায় হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিন্দার ঝড় বইছে চারদিক থেকে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “হামলার বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-৫)। অভিযুক্ত মুজিব মিয়াকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।”
আই/অননিউজ২৪।