সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে: রিজভী
অনলাইন ডেস্ক।।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকলেই সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করলেও তারা এখনও নিরব রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু এতসব অভিজ্ঞ উপদেষ্টা থাকার পরও কীভাবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশত্যাগ করলেন—এটি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বরং সরকারি বাহিনী তাকে ক্লিয়ারেন্স দিয়ে দেশত্যাগে সহায়তা করেছে বলেই অভিযোগ উঠেছে।”
তিনি আরও অভিযোগ করেন, “ভারত সাতক্ষীরাসহ বিভিন্ন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশ ইন করছে, অথচ সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব। শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে মুগ্ধ, ওয়াসিম ও ফাইয়াজদের রক্ত ঝরিয়েছে।”
সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪