সরকারের পতন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে : আমীর খসরু
অনলাইন ডেস্ক।।
সরকারের পতন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর আসাদগেটে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। তারা এখন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল। তাদের কোনো রাজনীতি নেই। সুতরাং ফয়সালা রাজপথেই হবে। তিনি বলেন, আমরা রাজপথে অব্যাহতভাবে কর্মসূচি রেখেছি। রোজার মধ্যেও রাজপথে আছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। বিএনপির এই নেতা বলেন, মানুষ সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে বিদায় করবে। এখান থেকে পিছু হটার সুযোগ নেই। কারণ, এই সরকার ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতায় থাকতে চায়।
আমীর খসরু বলেন, সরকার একদিকে সংবিধানের কথা বলছে অন্যদিকে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে। আসলে ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার চেয়ে বড় সংবিধান লঙ্ঘন তো আর কিছু হতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ আবারও জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু এবার তাদের সংবিধান সংশোধন করতেই হবে। সেটা নির্বাচনের আগে হোক কিংবা পরে।
ফরহাদ/অননিউজ