সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে হিলিতে কাচামরিচের দাম কমেছে কেজিতে ২০টাকা

হিলি প্রতিনিধি।।

সরবরাহ বাড়ায় আবারো দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাচামরিচের দাম কমেছে কেজিতে ২০টাকা করে। দুদিন আগে প্রতি কেজি কাচামরিচ ৮০টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬০টাকা দরে বিক্রি হচ্ছে। দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন কাচামরিচ ব্যবসায়ীরা। এদিকে দাম কমতে শুরু করায় সুবিধা হয়েছে জানিয়ে দাম আরো কমার দাবী ক্রেতাদের।

হিলি বাজারে কাচামরিচ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে তেল, চালসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন উদ্ধমুখি তখন কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে কাচামরিচের দামে। দুদিন আগে যে কাচামরিচ ৮০টাকায় উঠেছিল আজ তা কমে ৬০টাকায় নেমেছে এতে করে আমাদের মতো মানুষদের কিনতে সুবিধা হয়েছে। মাঝে দাম বাড়ার কারনে প্রয়োজনের চেয়ে কম কিনতাম এখন সেখানে চাহীদামত কিনতে পারছি। তবে দাম যদি পুর্বের মতো অবস্থায় আসে তাহলে আমাদের জন্য সুবিধা হয়।

হিলি বাজারের কাচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, সম্প্রতি কিছুদিন থেকে আবহাওয়ার বিরুপ প্রভাব কখনো ঠান্ডা আবার কখনো গরম সেই সাথে ঝড় বৃষ্টি এর প্রভাবে কাচামরিচের গাছ ক্ষতিগ্রস্থ হওয়ায় ও মরিচের ফুল ঝড়ে যাওয়ায় কাচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। সেই সাথে মৌসুম শেষ হওয়ার কারনে বাজারে কাচামরিচের সরবরাহ কমায় দাম বাড়তির দিকে হয়েছিল। তবে মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাচামরিচ উঠতে শুরু করায় বাজারে কাচামরিচের সররবাহ বাড়তে শুরু করেছে। যার কারনে দাম কমতে শুরু করেছে।সেই সাথে দেশে কাচামরিচের দাম বাড়তির কারনে আমদানিকারকরা ভারত থেকে কাচামরিচ আমদানির তৎপড়তা শুরু করার প্রভাব পড়েছে বাজারে দামের উপর।

আরো দেখুনঃ