সরবাহ বাড়ায় হিলিতে বেগুনের কেজি নেমেছে ৫টাকায় গরুকে খাওয়াচ্ছেন অনেকে

হিলি প্রতিনিধি।।

সরবরাহ বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেগুনের দাম কমেছে কেজিতে ২৫টাকা করে। একদিন আগেও প্রতিকেজি বেগুন ৩০টাকা কেজি দরে বিক্রি হলেও তা কমে ৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এসব বেগুন কিছুটা নিন্ম মানের যা গরুকে খাওয়ানোর জন্য অনেকে ক্রয় করছেন তবে ভালোমানের বেগুন ১০থেকে ১৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় স্বস্তি ফিরেছে নিন্ম আয়ের মানুষজনের মাঝে।

হিলি বাজারে কাচাবাজার করতে আসা লুৎফর রহমান বলেন, বাজারে সবকিছু পণ্যের দাম বেশী যার কারনে বাজারে ঢুকতেই ভয় লাগে। তবে বাড়তি দামের এই বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বেগুনের দামে। একদিন আগে যে বেগুন ৩০টাকা কিনেছি সেই বেগুন আজকে ১৫টাকা কেজি কিনছি কোন কোন দোকানে অবশ্য ১০টাকাও বিক্রি হচ্ছে। দাম কমের কারনে আমাদের মতো মানুষদের সুবিধা হয়েছে অন্তত ভর্তা ভাত খেয়ে চলতে পারবো। সামনে যেহেতু রমজান দাম যদি কম থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়।

হিলি বাজারে বেগুন কিনতে আসা ইলিয়াস হোসেন বলেন, আজ বাজারে বেগুনের দাম খুব কম নিন্মমানের বেগুন ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যার কারনে বাসায় কয়েকটি গরু রয়েছে তাই গরুকে খাওয়ানোর জন্য ১০কেজি বেগুন ক্রয় করলাম।

হিলি বাজারের সবজি বিক্রেতা বাবলুর রহমান বলেন, রমজানকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমানে বেগুন লাগিয়েছে কৃষকরা। ইতোমধ্যেই এসব ক্ষেত থেকে বেগুন একসাথে উঠার কারনে বাজারে বেগুনের সরবরাহ বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাজারে বেগুনের ক্রেতা নেই যার কারনে বাজারে চাহীদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে।

আরো দেখুনঃ