সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নৌবাহিনী। এর অংশ হিসেবে ঢাকাসহ পাঁচ জেলার জাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শনিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
ওই সময়ে ঢাকা সদরঘাট, চট্টগ্রামের নেভাল বার্থ/বিএন আরআরবি, খুলনার নেভাল বার্থ/রকেট ঘাট, দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর, বরিশালের বিআইডাব্লিউটিএ ঘাট, চাঁদপুরের বিআইডাব্লিউটিএ ঘাটের জাহাজাগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।
একে/অননিউজ24