সহজেই তৈরি ক্ষীর পুলি
অনলাইন ডেস্ক।।
শীত তো প্রায় চলেই এলো। আর শীত এলেই পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায় সবার ঘরেই। চাইলে এখন থেকেই পিঠা খাওয়া শুরু করতে পারেন।
অনেকেই ঝামেলার ভয়ে ঘরে পিঠা তৈরি করতে চান না। আবারসঠিক উপায়ে পিঠা তৈরি না করলে তা ভালোও হয় না খেতে।
তবে খুব সহজেই ক্ষীর পুলি পিঠা ঘরে তৈরি করতে পারবেন। তাও আবার মাত্র ৫ উপকরণ দিয়েই। চলুন তবে জেনে সহজ রেসিপি-
উপকরণঃ
১. দুধের তৈরি পুর পরিমাণমতো
২. ময়দা মাখা ২ কাপ
৩. দুধ ২ কাপ
৪. চিনি পরিমাণ মতো ও
৫. তেল পরিমাণমতো।
পদ্ধতিঃ
প্রথমে প্যানে দুধ ও চিনি মিশিয়ে রস তৈরি করে নিন। চাইলে ২ টুকরো এলাচও মেশাতে পারেন।
এবার ময়দার ডো থেকে ছোট ছোট রুটি তৈরি করে নিন। তারপর অর্ধেক করে রুটি কেটে নিন।
কাটা অর্ধেক রুটিতে ক্ষীর দিয়ে নিমকির আকারে পুলি পিঠা তৈরি করে নিতে হবে। এবার অন্য প্যানে তেল গরম করে পিঠাগুলো ভেজে নিন।
এবার ভাজা পিঠাগুলো দুধের রসে ছেড়ে দিন। কয়েক ঘণ্টা ঢেকে রাখুন। ভালোভাবে পিঠা ভিজে গেলে পরিবেশন করুন মজাদার দুধে ভেজানো ক্ষীর পুলি।