সাংবাদিককে হুমকি দেওয়া ছাত্রদল নেতার পদ স্থগিত

অনলাইন ডেস্ক।।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য খাইরুল ইসলাম খোকনের বিরুদ্ধে নিউজ করায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. ফয়সাল আহমেদ মামলার হুমকি পান। এ ঘটনায় খোকনের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বার্তাপ্রেরক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য খাইরুল ইসলাম খোকনের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।”

এর আগে, ‘ঢাকা কলেজ ছাত্রদল নেতা খাইরুলের বিরুদ্ধে ছাত্রলীগ আশ্রয়ের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক জনকণ্ঠ। এই প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক মো. ফয়সাল আহমেদের হোয়াটসঅ্যাপে হামলার হুমকি দেন খাইরুল। বিষয়টি ফেসবুকে তুলে ধরলে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) সিনিয়র সহ-সভাপতি রহমতউল্লাহ ও সাংবাদিক ফয়সালকে ২০ হাজার টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে ফেসবুকে পোস্ট দেন তিনি। তবে পরবর্তীতে তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

এছাড়া, ক্যাম্পাসে দুপুরে খাবারের সময় ঢাকসাস সদস্য আল জুবায়েরের উপস্থিতিতে সাংবাদিকদের ‘জাউরা’ বলে গালি দেন খাইরুল।

ঘটনার প্রতিবাদে সেদিন রাত পৌনে ৮টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে খাইরুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ঢাকা কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের দালালেরা হুশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের পুনর্বাসন, হবে না হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

পরবর্তীতে বিষয়টি তদন্তে নেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন। তাঁরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদকে বিষয়টি অবহিত করলে খাইরুলের পদ স্থগিতের নোটিশ জারি করা হয়।

সূত্রঃjonokantho
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ