হজে¦র টাকা আতœসাতের অভিযোগে বাগমারায় আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সভাপতি আলহাজ¦ আককাছ আলী সেখ ও সম্পাদক রায়হান আলী শেখের বিরুদ্ধে পৃথকভাবে চেক জালিয়াতির দুটি মামলা হয়েছে। প্রতারক আলহাজ¦ আককাছ আলী সেখ ও রায়হান আলী শেখ তারা সম্পর্কে পিতা-পুত্র। তাদের বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গ্রামে। মঙ্গলবার রাজশাহীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বাদি হয়ে মামলা দুটি করেছেন যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি আবু বাককার সুজন ও তার ছোট ভাই আফজাল হোসেন।
জানা গেছে, সাংবাদিক আবু বাককার সুজন ও তার স্ত্রীকে পবিত্র হজ¦ পালনের উদ্দেশ্যে ভাল এজেন্সির মাধ্যমে সৌদি আরব নিয়ে গিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারক আলহাজ¦ আককাছ আলী সেখ ও রায়হান আলী শেখ সম্প্রতি ১২ লক্ষ টাকা নিয়ে আতœসাত করেছেন। এছাড়া সাংবাদিক সুজনের বাবাকেও একইভাবে হজে¦র প্রলোভন দিয়ে তার ছোট ভাই আফজাল হোসেনের কাছে থেকেও তারা ৫ লক্ষ টাকা নিয়ে আতœসাত করেছেন। এদিকে প্রতারক আলহাজ¦ আককাছ আলী সেখ ও তার ছেলে রায়হান আলী শেখ সম্প্রতি ভবানীগঞ্জ বাজারে ‘আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:’ নামে একটি সমিতি চালু করে বাগমারা, দুর্গাপুর ও আত্রাই উপজেলার প্রায় শতাধিক লোকজনের কাছে থেকে প্রায় তিন কোটি টাকা আমানত নিয়ে আতœসাত করেছেন। এভাবে সাধারণ লোকজনের অর্থ আতœসাত করে অল্প দিনের মধ্যে তারা অঢেল সম্পদের পাহাড় গড়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। তারা পিতা-পুত্র মিলে সম্প্রতি ৫ টি ট্রাক কিনেছেন। এছাড়া তেলিপুকুর বাজারে নির্মাণ করেছেন বিলাশ বহুল বাড়ি। এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন,প্রতারক ওই পিতা-পুত্রের বিরুদ্ধে প্রতিদিনই বিভিন্ন লোকজন অভিযোগ নিয়ে থানায় আসছে। কিন্তু তাদের কাছে ওই সমিতির পাশ বই ছাড়া আর অন্য কোনো ডকুমেন্ট না থাকায় তারা মামলা করতে পারছে না। এদিকে সাংবাদিক আবু বাককার সুজন এবং তার স্ত্রী ও বাবাকে
পবিত্র হজ¦ পালনের উদ্দেশ্যে সৌদি আরব নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় সেই টাকা পরিশোধের জন্য সাংবাদিক আবু বাককার সুজনের নামে গত ১৮ এপ্রিল আককাছ আলী সেখ ও রায়হান আলী শেখ তাদের যৌথ স্বাক্ষরিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: ভবানীগঞ্জ ব্রাঞ্চের ১২ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। এছাড়া আফজাল হোসেনের নামেও তারা একই শাখার ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। চেক দুটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে উক্ত হিসাব নম্বর বন্ধ মর্মে
ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার সার্টিফিকেটসহ চেক দুটি ফেরত দেন। এরপর আইনী প্রক্রিয়া শেষে প্রতারক পিতা-পুত্রের বিরুদ্ধে আদালতে ১৮৮১ সালের নেগোসিয়েবল ইন্সট্রমেন্ট এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করেন সাংবাদিক আবু বাককার সুজন ও তার ভাই আফজাল হোসেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন জানান, আদালতের বিজ্ঞ বিচারক মামলা দুটি আমলে
নিয়ে আসামীদ্বয়ের প্রতি সমন ইস্যু করেছেন।