সাংবাদিক জানে আলম মজুমদার দুলালের মায়ের ইন্তেকাল
দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি জানে আলম মজুমদার দুলালের মা জমিলা বেগম আজ ১৬ এপ্রিল বিকেল ৪টায় তার নিজবাড়ী নাঙ্গলকোট উপজলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মাানিক মুড়া মজুমদার বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালি=== রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯বছর।
তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও ৩পুত্র ৭ কন্যা ও নাতি নাতনী রেখে যান। ১৬ এপ্রিল রাত ১০টায় ঐএলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী বুধবার বাদআছর মরহুমার কুলখানী অনুষ্ঠিত হবে। জানে আলম মজুমদার দুলালের মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস ও সাধারণ সম্পাদক মনির হোসেন।