দৈনিক যুগান্তর, সোনালী সংবাদ ও অননিউজ24 এর বাগমারা প্রতিনিধি আবু বাককার সুজনের মেয়ে আনিকা তাবাসসুম মেধা এবারের বৃত্তি পরীক্ষায় হাটগাঙ্গোপাড়া আইএসবি স্কুল থেকে দ্বিতীয় শ্রেণীতে বৃত্তি লাভ করেছে। তার মাতা মাহফুজা নাসরিন বানইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
তার সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি বলে সে জানান। আনিকা তাবাসসুম মেধা ভবিষ্যতে ডাক্তার হতে ইচ্ছুক। এ জন্য সে সকলের নিকট দোয়া প্রার্থী।