সুভাষ বিশ্বাস, নীলফামারী।।
৭১ টিভি ও বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
রোববার (১৮ জুন) সকাল ১১টায় নীলফামারী প্রেসক্লাবের উদ্দোগে বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি তাহামিন হক ববির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার সাংবাদিকেরা। সকল বক্তায় গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।