রাইড ফর হেলথ, রাইড ফর এনভায়রনমেন্ট" এই প্রতিপাদ্য কে সামনে রেখো কয়েকজন তরুণের উদ্দোগে নীলফামারিতে "সাইকেলিং সোসাইটি অফ নীলফামারী" এর যাত্রা শুরু হয়েছে শনিবার সকাল ১১ টার সময় থানা পাড়ায় শুভ উদ্ভোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।।তিনি তরুনদের উদ্দেশ্যে বলেন,আমি নিজেও শরীরকে সুস্থ রাখার জন্য সাইকেল চালাই।বর্তমানে বিভিন্ন ধরনের যানবাহন থেকে পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সাইকেল পরিবেশ বান্ধব বাহন হিসেবে কাজ করছে।
উদ্যমি তরুণদের একজন রাকিব বলেন,আমাদের লক্ষ্য থাকবে পরিবেশ কে সুন্দর রাখার জন্য বিভিন্ন সময় সাইকেল রাইড দেওয়া এবং সাইকেল রাইডে ছেলে মেয়ে থেকে শুরু করে সব শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।তারা জানান তাদের যোগাযোগ কার্যক্রম ফেসবুকে "Cycling Society of Nilphamari" নামের এই গ্রুপে সম্পন্ন করা হবে। এসময় উপস্থিত ছিলেন প্রত্যয়, রাকিব, ঐশ্বর্য, লাম, প্রিন্স, নিলয়, জিসান, সজল, সুদেব, তুষার, সবুজ, জিতু সহ অঅন্যান্যরা।