এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্ব ক্রিকেটে অনন্য এক স্থান তৈরি করে নিয়েছেন তিনি। দেশসেরা এই ক্রিকেটারের ৩৭ তম জন্মদিনে সতীর্থ, কোচ, ভক্তরা শুভেচ্ছা জানান। সাকিবের সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিন এবার ভিন্ন এক বিষয় সামনে নিয়ে আসলেন।
এদিকে সাইফউদ্দিন জানান, সাকিবের সম্মানে তার জার্সি নম্বর তুলে রাখার কথা। তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই, বাংলাদেশের সবারই প্রথম ভালোবাসা সাকিব ভাই। এই জিনিসটা ব্র্যান্ড (৭৫ নম্বর জার্সি)। উনি অনেক দিন ধরে খেলছে। বিশ্ব দরবারে দেশকে চিনিয়েছেন। আমি মনে করি বাংলাদেশের জন্য এটা স্মরণীয় হয়ে থাকুক। জুনিয়রদের না নেওয়াই ভালো। সাকিব ভাইয়ের সম্মানে ৭৫ নম্বর জার্সি তুলে রাখা হোক।’
এ সময় ডিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘উইকেট হিট করার জন্য আদর্শ ছিলো না। চেষ্টা করেছি, শেষের দিকে আরো কয়েকটা মারতে পারলে ভালো লাগতো। চেষ্টা করছি রেঞ্জ হিটিং নিয়ে। যদি টি-টোয়েন্টিতে খেলি তখন আমাকে ১০ বলে ২০ রান করতে হবে। বড় শট খেলার চেষ্টা করতে হবে। তো আমি চেষ্টা করছি এখন থেকেই। ডিপিএলে ভালো করতে পারলে সুযোগ আসবে। তাই এই অতিরিক্ত প্রচেষ্টা করা।’
সূত্র : বিডি টুয়েন্টিফোর রিপোর্ট ডট কম
এফআর/অননিউজ