রাঙ্গামাটির সাজেকের সীমান্ত এলাকায় কাজের উদ্দেশ্যে যাওয়া ট্রাক উল্টে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত, আহত ৬।
জানা যায়, সীমান্ত এলাকায় কাজের উদ্দেশ্যে যাওয়া ট্রাক সাজেক উদয়পুর ৯০ ডিগ্রী এলাকায় গেলে গাড়ির অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। আহত ১০ জন কে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পথে ৪ জন নিহত হয়। এবং বাকি ৬ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাদীন আছে।
স্থানীয়রা জানান, হঠাৎ শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে যান। এবং দেখতে পান গাড়ি উল্টে খাদে পড়ে আছে। আমরা তাড়াতাড়ি পুলিশদের খবর দিই। পুলিশ, সেনাবাহিনী সহ আমরা সবাই একসাথে সহযোগিতা করে উদ্ধার করে হাসপাতালে আনতে সহযোগিতা করি।
খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাগর দেব তপু জানায়, সাজেক থেকে সদর হাসপাতালে ১০ জন আহত রোগী আনা হয়। আনার পথে ৪ জন নিহত হয়। বাকি ৬ জনের চিকিৎসা চলছে। তাদের ১ জন আশঙ্কা জনক।
রাঙ্গামাটি সাজেক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নিহত ময়নাতদন্তের জন্য এবং আহতের দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এফআর/অননিউজ