আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর এর পক্ষে সাতানী ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে সাতানী ইউনিয়নের দ্বিতীয় সরস্বতীচর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজানের বাড়িতে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে তিতাস উপজেলা আ.লীগের সদস্য মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌকা মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের সহধর্মিণী মোসামৎ ইয়াছমিন সবুর।
উঠান বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন, ওমান প্রবাসী আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সুমন, দাউদকান্দি পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী আক্তার ও তিতাসের মহিলা নেত্রী সুমি প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মাহফুজ আহমেদ, দাউদকান্দি মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমা আক্তার, তিতাস উপজেলা সেচ্ছাসেব লীগের সদস্য সচিব মেহরাব হোসেন সবুজ সিকদার, উপজেলা যুবলীগের সদস্য জসিম শাহ্, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম শিশির, ১ নং সাতানী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাপ হোসেন টিটন, ইউনিয়ন যুবলীগ নেতা আখলাক মুন্সী, মাসুদ সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মুন্সী,যুবলীগ নেতা মোহাম্মদ আনিস, মোঃ মোশারফসহ আরো অনেকেই।
উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এফআর/অননিউজ