সানফ্লাওয়ার ফুটবল ক্লাব বাহরাইন এর ক্লাবের প্রধান উপদেষ্টা
ও বাহরাইন হিন্দু মহাজোট সভাপতি ও বাহরাইন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক।ও সিলেট বিভাগীয় নব কমিটির সহ-সভাপতি বকুল সূত্রধর সানফ্লাওয়ার ক্লাবের সব খেলোয়াড় দের জ্যাকেট উপহার দেন।
এই সময় উপস্থিত ছিলেন ।সানফ্লাওয়ার ক্লাবের সম্মানিত
উপদেষ্টামন্ডলীর সদস্য ও সিলেট বিভাগীয় নব কমিটি সাংগঠনিক সম্পাদক। ও বাহরাইন ওয়েলফেয়ার কমিটি সহ-সভাপতি। ।সোনাম লতিফ সাহেব।ও মফিজ সাহেব।
উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত ,সভাপতি শাহ আলম আহমেদ। উপস্থিত ছিলেন। টিম ম্যানেজার শামীম আহমেদ ক্যাপ্টেন ফখরুল আহমেদ। খেলোয়াড় বিন্দু, সাবেক ম্যানাজার ।আহমেদ শাহিন। সোহাগ ,হালিম ,আব্দুল আজিজ, সাদ্দাম ,সাইফুল ,মুন্না। সুমন,জুয়েল ,উমর , আকর্ষণ গোলকিপার রাসেল শেখ। আরো অন্যান্য খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।