‎সাপাহারে বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

জনি আহমেদ, বিশেষ প্রতিনিধি নওগাঁ

‎‎নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বক্তব্যে বলেন, “দেশনেতা তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা। দেশের সকল অব্যবস্থাপনা দূর করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহসভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি কাহার মাস্টারসহ উপজেলা ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎এসময় নেতৃবৃন্দ ৩১ দফার বিভিন্ন দিক জনগণের মাঝে তুলে ধরেন এবং গণসংযোগে অংশগ্রহণকারী সাধারণ মানুষের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের বিষয়টি বর্ণনা করেন।

‎লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরো দেখুনঃ