সাপাহারে বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
জনি আহমেদ, বিশেষ প্রতিনিধি নওগাঁ

নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বক্তব্যে বলেন, “দেশনেতা তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা। দেশের সকল অব্যবস্থাপনা দূর করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহসভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি কাহার মাস্টারসহ উপজেলা ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ ৩১ দফার বিভিন্ন দিক জনগণের মাঝে তুলে ধরেন এবং গণসংযোগে অংশগ্রহণকারী সাধারণ মানুষের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের বিষয়টি বর্ণনা করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।