সাপাহারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ
জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও নেক হায়াত কামনায় দোয়া মাহফিল ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সেচ্ছাসেবকদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৬ নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
কর্মসূচিতে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার দ্রুত সুস্থতা কামনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক কর্মকাণ্ড মানুষের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত।