নওগাঁর সাপাহার উপজেলার সাপাহার ক্যাডেট একাডেমি (স্কুল)'র শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সাপাহার ক্যাডেট একাডেমির শিক্ষার্থীরা স্কুল চত্বরে নানা কর্মসূচীর মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করেছে। ফুল ও বেলুন দিয়ে শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। শিক্ষকদের গুরুত্ব ও কিভাবে সম্মান শ্রদ্ধা করতে হয় সে বিষয়ে আলোকপাত করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাপাহার ক্যাডেট একাডেমির ৭ম স্কুলের শিক্ষার্থী তৌহিদুল, নাঈম, রাব্বি,মোজাহিদ আলম জানান, আজ আমরা শিক্ষক দিবস উদযাপন করে অনেক উপকৃত হয়েছি এই দিবসে শিক্ষক-শিক্ষিকার গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি অনেক কিছু।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।