প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে দল জিতিয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন মিরাজুল ইসলাম। তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েই করে ফেললেন হ্যাটট্রিক।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে বাংলাদেশ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় খেলতে নেমেছে মালদ্বীপের বিপক্ষে। বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে আছে। হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম। অন্য গোলটি করেছেন রফিকুল ইসলাম।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে এবং ভারতে ২-১ গোলে হারিয়ে ফাইনালের পথে বেশ এগিয়ে রয়েছে। ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচ জিতলে ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে পল স্মলির শিষ্যদের।
প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল বদলি মিরাজুল ইসলামের গোলে। মিরাজুলকে দ্বিতীয় ম্যাচে মাঠেই নামাননি কোচ। ভারতের বিপক্ষে এগিয়ে থাকার কারণে তাকে নামানো প্রয়োজন মনে করেননি পল স্মলি।
মালদ্বীপের বিপক্ষে আজকের ম্যাচে কোচ একাদশে দুটি পরিবর্তন এনেছেন। নাহিয়ান ও আক্কাস আলীকে রিজার্ভ বেঞ্চে রেখে কোচ একাদশে রেখেছেন মিরাজুল ইসলাম ও মুর্শেদ আলীকে।