ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী কে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সদস্যরা।
এছাড়াও আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হান্নান মেম্বার, আব্দুল্লাহপুর গ্রামের কবির চৌধুরীর ছেলে নাঈম চৌধুরি।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে আখাউড়া সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর দিয়ে চট্টগ্রাম ৬(রাউজান) আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর চেষ্টা করে, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপি সহ ৩ জন কে গ্রেফতার করে বিজিবি।
ফকির মুড়া বিওপি কমান্ডার জামাল উদ্দিন জানায়, স্থলপথে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম ৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরি কে গ্রেপ্তার করেছে ফকিরমুড়া বিজিবি।এসময় সাবেক এমপি কে ভারতে পালানোর কাজে সহযোগিতা কারী হান্নান ও নাঈম কে গ্রেফতার করা হয়েছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24