জাতীয় সংসদের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নজির হোসেন ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার ভোররাতে ঢাকার ইন্দিরা রোডস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
সিলেট বিভাগের প্রবীণ এই রাজনীতিবিদ ১৯৯১ সালে সিপিবি থেকে ৮ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে ২য় বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা ও বিকাল ৫টায় তাঁর জন্মস্থান বিশ্বম্ভপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সূত্র : একুশে টেলিভিশন
এফআর/অননিউজ