সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবীতে গণ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নীলফামারী প্রতিনিধি।

বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবীতে গণ মিছিল বিক্ষোভ সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে নীলফামারী জেলা বিএনপি।

মঙ্গলবার (৬মে) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে গণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।
বক্তারা উল্লেখ করেন, তুহিন ভাই শুধু একজন ব্যক্তি নন, তিনি জিয়া পরিবারের অন্যতম সদস্য। সাবেক সংসদ সদস্য এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি। তাকে নিয়ে আমরা গর্বিত। তার হাত ধরেই এগিয়েছে নীলফামারী। রাজনৈতিক রোশানলে পড়ে তিনি আজ নির্যাতীত।তার মুক্তি যদি দ্রুত দেওয়া না হয় নীলফামারী থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা।
এরআগে জেলা, উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে। দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরো দেখুনঃ