সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল,প্রতিনিধি।।

ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতনসহ সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১২অক্টোবর) দুপুরে নড়াইল আদালত সড়কে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বগুড়া জেলার নন্দীগ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সভাপতিকে ম্যানেজিং কমিটি হতে
অব্যাহতিসহ উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন শিক্ষক নেতা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্র, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরীন্দ্রনাথ মন্ডল, মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব হোসেন, লক্ষ্মীপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েল প্রধান শিক্ষক রেজাউল হক, এলএসজেএন ইউনিয়ন ইন্সটিউশনের প্রধান শিক্ষক আনম মাজহারুল হক, মাইজপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস সিকদার, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার সাহা, বাহিরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুলু মিয়া প্রমুখ।

বক্তারা সারাদেশে শিক্ষক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখারও দাবি জানান। উল্লেখ্য যে, অতিসম্প্রতি বগুড়ার নন্দীগ্রামে নিয়োগ নিয়ে কোশাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্জুয়ারা বেগরে সাথে ম্যানেজিং কমিটির সভাপতি কাপড়ের দোকানদার শামীম হোসেন লিটন অসাদচরণ করে। এছাড়া প্রধান শিক্ষিকার স্বামী তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।

আরো দেখুনঃ