সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (SJF) আহসান হাবিব বাবু কে আহ্বায়ক ও সুভাষ বিশ্বাস কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির অনুমোদন দিয়েছেন সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান। কমিটি রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে কমিটি গঠন করবে। সার্কভুক্ত দেশ সমূহের সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সার্কভুক্ত রাষ্ট্রগুলোর সাথে তথ্যগত সহায়তার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এই কমিটি কাজ করবে।
গতকাল (২৪ সেপ্টেম্বর রবিবার) সন্ধ্যায় রংপুর বিভাগীয় কমিটি নেপালের রাজধানি কাঠমুন্ডু থেকে ঘোষনা করা হয়। এর পরে রংপুর, দিনাজপুর,ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট।কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার কর্মরত সাংবাদিকরা উচ্ছাস প্রকাশ করে একাত্মতা ঘোষণা করে।