নজরুল ইসলাম শুভ,(নারায়ণগঞ্জ)
জনতার অধিকার ভোটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ গাজীপুরের সিটি নির্বাচন উপহার দাওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনার কে ধন্যবাদ দিয়েছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বলেছেন ।
শনিবার (২৭ মে) বিকেলে উপজেলার নয়াপুর মাঠে সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে আবুল হাসেমকে সভাপতি ও মাসুদ মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু সহ জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লিয়াকত হোসেন খোকা আরও বলেন, দেশের প্রতিটি উন্নয়নে জাতীয় পার্টির ভূমিকা অপরিসীম। জাতীয় পার্টি সাংগঠনিক ভাবে আগের চেয়ে এখন অনেক বেশী শক্তিশালী। আগামী নির্বাচনের জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এসকেডি/অননিউজ