সিন্দুকছড়িতে ইয়াকুব আলী চৌধুরী ভোট প্রার্থনা, গণসংযোগ ও নির্বাচনী পথসভা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিন্দুকছড়িতে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী দাঁড়ি পালা প্রতীকে ভোট প্রার্থনা, গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।

সোমবার দুপুরের সিন্দুকছড়ির বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন।এ ছাড়া গণসংযোগকালে জামায়াত মনোনীত প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে জামায়াতে ইসলামী পরিকল্পনার কথা তুলে ধরেন।

এসময় এনসিপির আহবায়ক মো: নুরুল আলম সহ সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ