বরিশাল জেলার সিভিল সার্জনের পোষা দুই মাস বয়সী চারটি বিড়াল ছানা দেড় ঘণ্টার ব্যবধানে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ইতোমধ্যে মারা যাওয়ায় কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগ বিড়ালগুলোর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২২ মার্চ) সকালে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের সরকারি বাংলোতে এ ঘটনা ঘটে।
ডা. মারিয়া হাসান জানান, ‘জন্মের পর থেকে গত দুই মাস বাচ্চাগুলো ভালোই ছিল। হঠাৎ করেই বুধবার সকালে প্রথমে একটি বাচ্চা মারা যায়। কিন্তু দেড়ঘণ্টার ব্যবধানে আরও তিনটি বাচ্চা এক সঙ্গে মারা গেছে। বিষয়টি আমার কাছে উদ্বেগজনক মনে হওয়ায় প্রাণিসম্পদ বিভাগকে জানিয়েছি। তারা বিড়ালের দেহে নতুন একটি ভাইরাস পেয়েছে বলে জানিয়েছে।’
ডা. নুরুল আলম জানান, বিড়ালগুলো হঠাৎ কেন মারা গেল নিশ্চিত হওয়ার জন্য প্রাণী রোগ নির্ণয় কেন্দ্রে ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com