সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর-নছিমন মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আনলাইন ডেস্ক।।

সিরাজগঞ্জের তাড়াশে জমি চাষ করা ট্রাক্টর ও নছিমন ভুটভুটির সংঘর্ষে ট্রাক্টর চালক মো. তোজাম উদ্দিন (৩৮)’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলির ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক ছিল।ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসা খড় বোঝাই নছিমন ভোটাভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন। আর খড় বোঝাই নছিমন ভোটাভুটি ও সেখানে থাকা তিনকে আটক করে ইচ্ছুক জনতা।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ