সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম (৪৫) নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে ব্যাটারি চালিত অটোভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকা থেকে নিহতের হাত-পা বাধা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল করিম সলঙ্গা থানার দত্তকুশা কামার পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। ঘটনাস্থলে র্যাব- পুলিশ কাজ করছেন।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন আহম্মেদ জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটোভ্যানগাড়ি নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ভ্যানগাড়িটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24