সাড়া দেশে ন্যায় সিরাজগঞ্জেও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আজ (বুধবার) সকালে স্থানীয় বাজার স্টেশন থেকে একটি বণাঢ্য র্যালি সাড়া শহর পদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে এই র্যালি পূর্ব পথসভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন মৎস্যজীবিদের অবদান এ দেশের মানুষ স্বরন রাখবে। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পাশে থেকে সার্বিক সহয়োগিতা প্রদান করে চলেছে তা ছাড়াও অতি সম্পর্তি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন উপকরণ বিতরণ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের প্রতিটি নেতা কর্মীকে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার,সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সাধারন সম্পদক মইনুল ইসলাম তালুকদার, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি খোকন বেপারি, থানা মৎস্য লীগের সভাপতি মোযাজ্জেম হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com