সিরাজগঞ্জের এনায়েতপুরে আ.লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, রোববার (২৯ অক্টোবর) দুপুর এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর শিকদার মঞ্জুসহ ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মামলার বাদি আসগার আলী মাস্টার বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে কে বা কারা আগুন দিয়েছে তা সঠিক ভাবে জানা জায়নি। আমরা মনে করছি বিএনপি জামায়াতের নেতাকর্মীরাই আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছিল।
মামলার ঘটনায় নিন্দা জানিয়ে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর শিকদার মঞ্জু জানিয়েছেন, এগুলো হয়রানি মূলক রাজনৈতিক মামলা। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আমরা এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। এগুলো করে আমাদের জুলুম নির্যাতন করা হচ্ছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ২১ জনের নামসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ইতোমধ্যেই অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
এফআর/অননিউজ